রেললাইনে পড়ে ছিল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ
<![CDATA[
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেললাইনে পড়ে থাকা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মরদেহ শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ছিল।
শুক্রবার (২০ জানুয়ারি) ভোররাতে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর টেন্ডারপাড়া গ্রামের রেললাইনে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ফজরের নামাজের পর স্থানীয়রা রেললাইনের মধ্যে লুঙ্গি দিয়ে ঢাকা থাকা অবস্থায় একটি শপিং ব্যাগ দেখতে পায়। পরে তা খুলে দেখা যায় একটি নবজাতকের মরদেহ। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি জন্মের পরই হয়তো বাচ্চাটিকে কেউ ফেলে গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক। তবে রেললাইনের ওপর দিয়ে কোনো ট্রেন যায়নি। মৃত বাচ্চাই ফেলে গেছে।’
আরও পড়ুন: অ্যাম্বুলেন্স থেকে ফেলে দেয়া নবজাতকের মরদেহ উদ্ধার
ইউপি সদস্য মুনশেদ আলী বলেন, ‘একদিনের মৃত বাচ্চা দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের জানায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। রেল বিভাগকে ঘটনাটি জানানো হয়েছে। গভীর রাতে পলিথিনে মুড়িয়ে শপিং ব্যাগে করে নবজাতকের মরদেহটি ফেলে গেছে। মৃত বাচ্চাটি মেয়ে ছিল বলে জানান তিনি।’
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নবজাতকের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
]]>