বিনোদন
রোনালদোকে একাদশের বাইরে রেখেই নামছে পর্তুগাল
<![CDATA[
ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু তার সাম্প্রতিক ফর্মটা মোটেই ভালো যাচ্ছে না। বিশ্বকাপেও ভালো করতে পারছেন না এই সুপারস্টার। তারই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাকে একাদশের বাইরে রেখে খেলতে নামছে পর্তুগাল।
পর্তুগাল একাদশ
দিয়েগো কস্তা, দিয়েগো দালত, পেপে, রুবেন দিয়াজ, রাফায়েল গুইয়েরেরো, ওটাভিও, কারভালহো, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, রামোস ও জোয়াও ফেলিক্স।
সুইজারল্যান্ড একাদশ
ইয়ান সমের, মানুয়েল আকনজি, এদমিলসন ফের্নান্দেস, রিকার্দো রদ্রিগেস, ফাবিয়ান শার, রেমো ফ্রয়লার, জেরদান শাকিরি, জিব্রিল সো, গ্রানিত জাকা, ব্রিল এমবোলো ও রুবেন ভার্গাস।
]]>




