রোনালদোকে ম্যানইউতে দেখতে চান না তার সতীর্থরা
<![CDATA[
পিয়ার্স মরগানকে দেয়া প্রথম সাক্ষাৎকারে ক্লাব ও কোচ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ম্যানচেস্টার ইউনাইটেডের শত্রু বনে গিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার দ্বিতীয় সাক্ষাৎকারে তিনি সমালোচনা করেছেন তার রেড ডেভিল সতীর্থদের। আর তাতে চটেছেন তারা। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই যেন পর্তুগিজ স্ট্রাইকার ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যান–এমনটাই চাওয়া তাদের।
রোনালদোর সাক্ষাৎকার মূলত তিন পর্বে প্রকাশ করছেন মরগান। প্রথম পর্ব প্রকাশ করেছিলেন গত ১৪ নভেম্বর। যেখানে ক্লাব ও কোচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি এখন চোখের বালি।
বুধবার (১৬ নভেম্বর) রাতে প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে রোনালদো তার ম্যানইউর তরুণ সতীর্থদের কড়া সমালোচনা করেন। যেখানে রোনালদো উল্লেখ করেন, তার স্বদেশি দিয়োগো দালোত ও আর্জেন্টাইন লিসান্দ্রো মার্টিনেজ ছাড়া আর কেউ তেমন পেশাদার নন। এমন মন্তব্যের পর সতীর্থরাও তাকে আর ওল্ড ট্রাফোর্ডে দেখতে চান না বলে দাবি ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।
আরও পড়ুন: ‘বাকিরা এগিয়ে গেলেও ইউনাইটেডের ঘড়ির কাঁটা আটকে আছে’
ম্যানইউ ও সতীর্থদের নিয়ে রোনালদোর সাক্ষাৎকার প্রসঙ্গে ভারানে বলেন, ‘যা ঘটেছিল সেটা আমাদের নিজেদের মতো করে সমাধানের পথ খোঁজা উচিত ছিল। এভাবে ঝামেলা পাকানো উচিত হয়নি। আমরা একটা দলের অংশ। কোনো কিছুই আমরা এককভাবে পরিবর্তন করতে পারি না।’
আপাতত পরিস্থিতি যা, তাতে বিশ্বকাপের পর মৌসুমের বাকি অংশে ম্যানইউতে রোনালদোকে দেখতে চায় না টিম ম্যানেজমেন্ট। কোচ টেন হ্যাগ তো আগেই না করে দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যমের মতে, টিম ম্যানেজমেন্টকেও এ জন্য তিনি প্রভাবিত করছেন। আর ম্যানইউ কর্তৃপক্ষ তো এরই মধ্যে আইনজীবী নিয়োগ দিয়ে রেখেছে। যদিও তারা সব সিদ্ধান্ত নিতে চায় তিন পর্বের সাক্ষাৎকারের সব কটি প্রকাশের পরই। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে প্রকাশ পাবে পিয়ার্স মরগানকে দেয়া তার বিশেষ সাক্ষাৎকারের শেষ পর্ব।
আরও পড়ুন: ব্রাজিলের বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্ন রোনালদোর
এদিকে রোনালদোকে যদি ক্লাব শেষ পর্যন্ত ছাঁটাই করে, তাহলে সে সিদ্ধান্তকে স্বাগতই জানাবেন তার সতীর্থরা। অন্তত রাফায়েল ভারানের কথা থেকে এটাই স্পষ্ট। ভারানে বলেন, ‘যেটায় দলের মঙ্গল আমি সেটাই চাই। ক্লাব যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই মেনে নেব।’
]]>




