রোনালদোর বিদায়ে উড়ছেন মার্কাস রাশফোর্ড
<![CDATA[
বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে সর্বোচ্চ গোল করে নজর কেড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। যার অদম্য ফর্ম চোখে পড়েছে সাবেক ইউনাইটেড ফুটবলার রয় কিনেরও। রোনালদোর বিদায়ের পর রেড ডেভিলদের সেরার জায়গাটা দখল করে নিয়েছেন রাশফোর্ড, এমনটাই মনে করেন কিন। শুধু তাই নয়, এই ইংলিশ ফরোয়ার্ডের আত্মবিশ্বাস ও ফিটনেসে তাকে মেশিন বলেও আখ্যা দিলেন সাবেক এই ফুটবলার।
প্রতিযোগিতামূলক ফুটবলে বর্তমানে দারুণ ছন্দে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক জয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের চারে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা। টানা সাত ম্যাচ জয়ের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এক ড্র ও আর্সেনালের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে কিছুটা ছন্দপতন হয়েছে এরিক টেন হ্যাগ বাহিনীর। তবে ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের ধারায় ফিরতে যে খুব একটা সময় নেবে না রাশফোর্ড-স্যাঞ্চোরা, তা বলাই যায়।
আরও পড়ুন: রোনালদোর পেছনে কাড়ি কাড়ি অর্থ ঢেলেও ব্যর্থ আল নাসর!
ইএফএল কাপে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও অপ্রতিরোধ্য রাশফোর্ড। বিশ্বকাপের পর থেকে তিনি এ পর্যন্ত করেছেন ১০ গোল। রাশফোর্ডের এমন পারফরম্যান্সে স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাতকারে রয় কিনের কণ্ঠে ঝড়ল রাশফোর্ডের ভূয়সী প্রশংসা। রোনালদোকে রীতিমতো খোঁচা মেরে বললেন, তার বিদায়ের পর শীর্ষে পৌঁছেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। রাশফোর্ডের শারীরিক ও মানসিক দৃঢ়তা নিয়েও স্তুতি ঝড়ল সাবেক এই ফুটবলারের কণ্ঠে।
আরও পড়ুন: সবচেয়ে দামি ক্লাব ইউনাইটেড, আয়ের দিকে এগিয়ে সিটি
কিন বলেন, ‘ফুটবলাররা যখন মাঠ ছেড়ে বেরিয়ে আসছিলেন, আমি তখন রাশফোর্ডকে দেখেছি। রোনালদোর চলে যাওয়ার পর পারফরম্যান্স ও আত্মবিশ্বাসে আমি তাকে শীর্ষে রাখব। একজন শীর্ষ খেলোয়াড় হয়ে উঠা বেশ কঠিন। তাকে একটা ফাইটিং মেশিন মনে হয় আমার। মানসিকভাবেও রাশফোর্ড খুবই আত্মপ্রত্যয়ী। আমি প্রত্যাশা করি সে আরও ভালো করবে।’
]]>




