লক্ষ্মীপুরে তিন সার ব্যবসায়ীকে জরিমানা
<![CDATA[
লক্ষ্মীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রিসহ নানা অভিযোগে ডিলার ও খুচরা বিক্রেতাসহ তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার জকসিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুস সালেহীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মনির হোসেন।
আরও পড়ুন: দশ দিন ঘুরেও সার পেলেন না কৃষক রাজ্জাক
দণ্ডপ্রাপ্তরা হলো- মেসার্স ফারুক ব্রাদার্স, মেসার্স বাসার অ্যান্ড ব্রাদার্স এবং মেসার্স রেজ্জাক ট্রেডার্স। উভয়কে যথাক্রমে ১০ হাজার টাকা, ১০ হাজার টাকা এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: জামালপুরে ২৭৫ বস্তা সার উদ্ধার, কালোবাজারি পলাতক
জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, বাজার মনিটরিংয়ে এসে জানতে পারি, কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত দামে সার বিক্রি করছে। এমন অভিযোগে বিকেলে সদর উপজেলার জকসিন বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকা এবং কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলায় সার বিক্রিতে কেউ যাতে অতিরিক্ত দাম নিয়ে কৃষক হয়রানি করতে না পারে তাই আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
]]>




