লখনৌতে দেয়াল ধসে ৯ জনের মৃত্যু
<![CDATA[
ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ভারি বৃষ্টির মধ্যে একটি দেয়াল ধসে ৯ জনের মৃত্যু এবং দুজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশের যুগ্ম কমিশনার পীযূষ মোরদিয়া বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, দিলখুশা এলাকায় সেনাবাহিনীর একটি এলাকার বাইরের দিকে কুঁড়েঘরে কয়েকজন শ্রমিক বসবাস করতেন। রাতে ভারি বৃষ্টিতে সেনাবাহিনীর এলাকার সীমানা দেয়ালটি ধসে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাসে লখনৌর বেশ কয়েকটি এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভোরে দেয়া এক ঘোষণায় স্কুল বন্ধ রাখার কথা বলা হয়।
আরও পড়ুন: সাত তলা থেকে লিফট ছিঁড়ে পড়ে ৭ জনের মৃত্যু
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় লখনৌতে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এ সময় ১৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অস্বাভাবিক এ বৃষ্টিতে নগরীর বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
]]>




