লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
<![CDATA[
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ৬ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী ওই কৃষক।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোপালপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম নাজমুল ইসলাম ঝিকু। তিনি একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে প্রায় ৬ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চারা রোপণ করেছিলেন কৃষক নাজমুল ইসলাম। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে তোলেন। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ক্ষেতে লাউ সংগ্রহ করতে যান তিনি।
জমিতে গিয়ে দেখেন একজন লোক তার লাউ ক্ষেতের ভিতরে উপুড় হয়ে কি যেন করছেন। এরপর তিনি চিৎকার দিয়ে উঠলে লোকটি দৌড়িয়ে পালিয়ে যান। এসময় তিনি বুঝতে পারেন লোকটি তার ছোট ভাই এনামুল ইসলাম পিকু। পরবর্তীতে তিনি লাউ ক্ষেতে প্রবেশ করে দেখেন সবগুলো লাউ গাছের গোঁড়া থেকে কাটা রয়েছে।
আরও পড়ুন: তরমুজ গাছের সঙ্গে শত্রুতা!
কৃষক নাজমুল ইসলাম ঝিকু জানান, জায়গা জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তার সঙ্গে বিরোধ চলে আসছে।
ভুক্তভোগী কৃষক আরও বলেন, প্রতিদিন ক্ষেত থেকে ১৫-১৬টি লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন তিনি। কিন্তু সবগুলো লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না।
জানতে চাইলে অভিযুক্ত এনামুল ইসলাম পিকুল বলেন, জমি নিয়ে ভাই ঝিকুর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেইকারণে ঝিকু নিজেই লাউ গাছ কেটে এখন তাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
]]>