লাফিয়ে পড়ার সাহস হারিয়ে গলায় ফাঁসের প্রস্তুতি নাফিজের
<![CDATA[
পৃথিবী থেকে বিদায় নেবে, তাই মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ারে উঠে লাফিয়ে পড়ে মৃত্যুকে সহজ উপায় মনে করেছিল কুষ্টিয়ার দৌলতপুরের নাফিজ নামে ১৮ বছরের এক তরুণ। টাওয়ার থেকে লাফিয়ে পড়তে সাহস হারিয়ে ফেললে বিকল্প হিসেবে নেয় গলায় ফাঁসের প্রস্তুতি।
শেষমেশ না কৌশলে ওই কিশোরকে আত্মহননের চেষ্টা থেকে ফেরাতে সক্ষম হন স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ যাত্রায় বেঁচে গেল আত্মহত্যার মতো ভুল পথে পা বাড়ানো কিশোর নাফিজের জীবন।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ ও পিপলস ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আত্মহত্যা: কোন ধর্ম কী বলছে
নাফিজ মথুরাপুর ইউনিয়নের ইহান সর্দারের ছেলে। বিকেলে ওই তরুণ একটি টাওয়ারে উঠে পড়ে। এ সময় তার গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় এলাকাবাসী থানায় খবর দেয়।
এদিকে খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে এসে নাফিজের সঙ্গে দীর্ঘক্ষণ নানারকম মতবিনিময় করে এবং তাকে ফিরে আসতে অনুপ্রেরণা জোগায়। ঘণ্টাখানেক চেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
]]>