বাংলাদেশ

লায়নের ঘূর্ণিতে ম্যাচ হারল ক্যারিবীয়রা

<![CDATA[

পঞ্চম দিনে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯২ রান তুলে দিনটি শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনে প্রয়োজন ছিল ৩০৬ রান। তবে ন্যাথান লায়নের ঘূর্ণিতে এলোমেলো হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। শেষ ইনিংসে লায়নের ৬ উইকেটের সুবাদে প্রথম টেস্ট ম্যাচ অজিরা জিতে নেয় ১৬৪ রানে। লায়নের বোলিংয়ে অজিরা জয় পেলেও ম্যাচসেরা হয়েছেন মার্নাস লাবুশেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও শতক হাঁকিয়েছেন তিনি।

পার্থ টেস্টের শেষ দিনে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ছিল দর্শকরা। তবে শেষ দিনের রোমাঞ্চে পানি ঢেলে দেন অজি স্পিনার লায়ন। দ্বিতীয় ইনিংসে তার ৬ উইকেট ওয়েস্ট ইন্ডিজকে ছিটকে দেয় ম্যাচ থেকে। এই নিয়ে ২১ বার টেস্ট ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেলেন তিনি। ৪৪৬ উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়িয়ে আপাতত এখন টেস্ট ইতিহাসের অষ্টম সফলতম বোলার এই ৩৫ বছর বয়সী স্পিনার।  

আরও পড়ুন: অসুস্থ হয়ে মাঠ থেকে হাসপাতালে পন্টিং 

ইনজুরির কারণে মাঠে নেমেও বল করতে পারেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে কামিন্সের অভাব বুঝতে দেননি লায়ন। পঞ্চম দিনের শুরুতেই ক্যারিবীয়দের হয়ে শতক হাঁকানো ব্র্যাথওয়েটকে ফিরিয়ে শুভসূচনা করে অস্ট্রেলিয়া। তার আগে লায়ন দেরান মেয়ার্সকে।

লায়নের ৬ উইকেট ছাড়াও এদিন উইকেট পেয়েছেন অনিয়মিত স্পিনার ট্রাভিস হেড। শেষ দিকে দা সিলভাকে তুলে নিয়ে জয়ের আভাস দেন জশ হ্যাজেলউড। মাঝে অষ্টম উইকেটে অবশ্য ৭২ রানের জুটি গড়েছিলেন রোস্টন চেইস ও আলজারি জোসেফ। কিন্তু তাতে বেশি সুবিধা হয়নি।

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ১১০ রান করেন ব্র্যাথওয়েট। এ ছাড়া ৫৫ রান করেছেন রোস্টন চেইস। অস্ট্রেলিয়ার হয়ে লায়ন ৬ উইকেট ছাড়াও ২ উইকেট তুলে নেন ট্রাভিস হেড। একটি করে উইকেট পান স্টার্ক এবং হ্যাজেলউড।

আরও পড়ুন: বাংলাদেশের পর আফগানিস্তানও সরাসরি বিশ্বকাপে 

দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট পেয়েছেন লায়ন। তবে দুই ইনিংসের সেঞ্চুরিতে ম্যাচের সেরা মার্নাস লাবুশেন। সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেইডে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর)। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!