বাংলাদেশ
লালমনিরহাটে ইউএনও অফিসের নৈশপ্রহরীর ট্রেনে কাটা পড়ে মৃত্যু
<![CDATA[
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে সোহরাব হোসেন (৫০) নামে একজন নিহত হয়ছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
তিনি জানান, সোহরাব হোসেন রেললাইন পার হচ্ছিলেন। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বড়খাতা এলাকায় পৌঁছালে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
]]>




