লালমনিরহাটে ছুরিকাঘাতে আ’লীগ নেতা নিহত
<![CDATA[
লালমনিরহাটের পাটগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী (৬৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারী) রাত পৌনে ৯টার দিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওয়াজেদ আলী পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওয়াজেদ আলী রাত সাড়ে আটটার দিকে পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন তার নিজ বাড়ির উদ্দেশে হেটে রওনা করেন। বাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ৭৭ বোতল ফেনসিডিলসহ পুলিশের দুই সদস্য গ্রেফতার
ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের মামা।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি।
]]>