লিগে প্রথম হারের স্বাদ পেল নাপোলি
<![CDATA[
সিরি আ’তে ইন্টারের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ১-০ গোলে হেরেছে বর্তমান লিগ লিডার নাপোলি।
বুধবার (৪ জানুয়ারি) রাতে এডিন জেকোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিমোনে ইনজাঘির দল।
ঘরের মাঠে সান সিরোতে ম্যাচের শুরু থেকেই বল নিজেদের দখলে রাখে নাপোলি। তবে আক্রমণে ম্যাচের প্রথম থেকেই এগিয়ে ছিল ইন্টার মিলান। প্রথম হাফের বিশ মিনিটেই বেশকিছু সুযোগ পায় ইন্টার। তবে সহজ সুযোগগুলো নষ্ট করেন লুকাকু, ডি মার্কোরা।
প্রথম হাফে ৬৫ শতাংশ বল দখলে রেখে চারটি শট করে নাপোলি। যার একটিও অন টার্গেট ছিলনা। একই অবস্থা ছিল ইন্টারেরও। তারাও চারটি শট করে একটিও অন টার্গেট রাখতে পারেনি।
আরও পড়ুন: সিরি আ /টানা সাত জয়ে টেবিলের তিনে য়্যুভেন্তাস
দ্বিতীয় হাফের এগারো মিনিটেই সাফল্য পেয়ে যায় স্বাগতিকরা। ডি মার্কোর বাঁ দিকের ক্রস হেড করে গোল করেন বসনিয়ান স্ট্রাইকার জেকো। এরপর আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় নাপোলি। তবে ইন্টারের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। দ্বিতীয় হাফেও বল দখলে রাজত্ব দেখিয়েছে নাপোলি। তবে কাজের কাজ কিছুই করতে পারেনি তারা।
ম্যাচের ৬৫ মিনিটে লুকাকুকে বসিয়ে লাউতারো মার্টিনেজকে নামায় ইন্টার। তবে ম্যাচে জ্বলে উঠতে পারেননি এই আর্জেন্টাইন। ম্যাচের শেষ দিকে কোন দলই বল ডি বক্সে নিয়ে শট করতে পারেনি। যার ফলে ১-০ গোলেই শেষ হয় ইন্টার-নাপোলি হাইভোল্টেজ ম্যাচটি।
এই জয়ে লাৎজিওকে হটিয়ে টেবিলের চারে উঠে এলো ইন্টার মিলান। তবে ইন্টারের বিপক্ষে হারলেও ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে নাপোলি।
]]>