বাংলাদেশ

‘লিমেনসিতা’: নারী থেকে পুরুষ হয়ে ওঠার গল্প!

<![CDATA[

সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়েছে অস্কারজয়ী স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ অভিনীত সিনেমা ‘লিমেনসিতা’। এই ছবিটি মূলত পরিচালক ক্রিয়ালেসের নিজের জীবনকে কেন্দ্র করেই নির্মিত।

ছবিটিতে তুলে ধরা হয়েছে নির্যাতিত নারীদের। যারা নানাভাবে পারিবারিক ফাঁদের মধ্য দিয়ে বসবাস করে। নিজের সুখ আর শান্তিকে বিসর্জন দিয়ে পরিবার আর সন্তানদের সুখকে আঁকড়ে বেঁচে থাকেন।

বিবাহিত নারীদের অনেককেই দেখা যায়, সন্তানের কারণে সবকিছু মেনে নিতে। সেসব নারী প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে যুদ্ধ করেন বৈরী পরিবেশে। সেই চরিত্রকেই ছবিতে ফুটিয়ে তুলেছেন  পেনেলোপে ক্রুজ।

আরও পড়ুন: অবশেষে অস্কারে চড় খাওয়ার অনুভূতি বললেন ক্রিস!

ছবিটি ১৯৭০ দশকের ইতালির প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত। এই ছবির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ছবিতে পেনেলোপের ১২ বছর বয়সী কন্যাশিশু আদ্রিয়ানা নিজের নাম ও লিঙ্গপরিচয় প্রত্যাখ্যান করে পুরুষ হতে চাওয়া।

এই চরিত্রটি মূলত ছবির পরিচালককে তুলে ধরেছে। কারণ ৪ সেপ্টেম্বর ভেনিস উৎসবেই পরিচালক প্রথমবার জানান, তিনি নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছেন। এই যুদ্ধ ছিল তার কাছে বাঁচা-মরার লড়াই।

সূত্র: এএফপি  

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!