লেক্সাস থেকে রেঞ্জ রোভার, ঋষি সুনাকের গাড়িবিলাস
<![CDATA[
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা এবং দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক শুধুমাত্র রাজনৈতিক কারণেই আলোচিত নন, তার অত্যাধুনিক এবং বিলাসবহুল সব গাড়ির সংগ্রহ নিয়েও আলোচনা রয়েছে ব্রিটেনজুড়ে।
প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি যখন বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করতে যান, সেসময়ও তার গাড়ি বহরে দেখা যায় অত্যাধুনিক একাধিক রেঞ্জ রোভার এসইউভি এবং একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতেও বিভিন্ন সময় উঠে এসেছে ঋষি সুনাকের ব্যক্তিগত এবং পারিবারিকভাবে সংগৃহীত গাড়ি নিয়ে নানা তথ্য।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঋষি সুনাকের যে পারিবারিক বাড়ি রয়েছে, সেখানে তারা ব্যবহার করেন অত্যাধুনিক লেক্সাস এসইউভি এবং বিএমডব্লিউ গাড়ি।
সুনাকের প্রথম গাড়ি একটি ভক্সওয়াগন গল্ফ। এটি একটি কালো রঙের গাড়ি। এই গাড়ি তিনি প্রতিদিন যাতায়াতের জন্য ব্যবহার করেন। এটি ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়িগুলোর মধ্যে একটি, যা সর্বসাধারণের জন্য ডিজাইন করা হয়েছে৷
প্রধানমন্ত্রী হওয়ার পর সুনাক এখন ব্যবহার করছেন রেঞ্জ রোভার এবিও সেন্টিনাল। অত্যাধুনিক এই গাড়িটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সুসজ্জিত। এই গাড়ি ১৫ কেজির টিএনটি বোমা এবং ডিএম-৫১ গ্রেনেড বিস্ফোরণ পর্যন্ত ঠেকাতে পারে। এছাড়া এই গাড়ির গ্লাস বুলেট প্রুফ।
আরও পড়ুন: মন্ত্রিসভায় রদবদল করলেন ঋষি সুনাক
সম্প্রতি ঋষি সুনাককে জাগুয়ার এক্সজিল গাড়িতেও দেখা গেছে। এটিও সেন্টিনালের আরেকটি ভার্সন। এই গাড়িও বুলেট প্রুফ। কারণ এটি অত্যন্ত মোটা কেভলার শিট দিয়ে তৈরি। যে কোনো ধরনের অস্ত্রের গুলি এটি ঠেকাতে পারে। গাড়িটিতে পোর্টেবল অক্সিজেন ট্যাংকও রয়েছে। এছাড়া গাড়িটির নিচের অংশ মোটা অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি। ল্যান্ডমাইন বিস্ফোরণ হলেও এই গাড়িতে থাকা যাত্রী থাকবেন সুরক্ষিত।
নতুন এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর খুবই পছন্দের গাড়ি ল্যান্ড রোভার ডিসকভারি। দুই ইঞ্জিন বিশিষ্ট এ গাড়ির একটি ইঞ্জিন ভি-৬ পেট্রোল এবং আরেকটি চলে ডিজেলে।
]]>