শঙ্কা উড়িয়ে খেলছেন লিটন
<![CDATA[
ভারতের বিপক্ষে লিটন দাসের অনবদ্য ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তেই ছিল বাংলাদেশ। যদিও ম্যাচটি জেতা হয়নি। এদিকে, ভারত ম্যাচের দিন ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় পাকিস্তানের বিপক্ষে টাইগার এ ব্যাটারের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে তাকে নিয়েই দল ঘোষণা করেছে টিম বাংলাদেশ।
তবে একাদশে তিন পরিবর্তন খেলবে বাংলাদেশ। শরিফুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি ও হাসান মাহমুদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসেনকে।
রোববার (৬ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতলেই বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি রূপ নিতো নিয়মরক্ষার ম্যাচে। সে ক্ষেত্রে ভাগ্য সহায় হয়েছে দুই দলেরই। নিজেদের মুখোমুখিতে যারা জিতবে তারাই চলে যাবে সেমিতে।
আরও পড়ুন: নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় দক্ষিণ আফ্রিকার
মুখোমুখি দেখায় স্পষ্ট আধিপত্য পাকিস্তানের। এর আগে খেলা ১৭ টি-টোয়েন্টিতে ১৫টিতে জিতেছে তারা। মাত্র ২টিতে জয় বাংলাদেশের। এবার অ্যাডিলেডে কি এশিয়ান জায়ান্টদের হারিয়ে প্রথমবারের মতো সেমিতে খেলতে পারবে লাল-সবুজ বাহিনী?
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান , মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি
]]>