বাংলাদেশ
শনিবার যৌথসভা ডেকেছে বিএনপি
<![CDATA[
যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে যৌথসভা ডেকেছে বিএনপি।
শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যৌথসভা ডেকেছে বিএনপি।
আরও পড়ুন: আন্দোলনের রূপ পরিবর্তনের কৌশল বিএনপির
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতারা যৌথসভায় অংশ নেবেন।
]]>




