শরীয়তপুর কেন্দ্রীয় মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরি
<![CDATA[
শরীয়তপুর জেলা কেন্দ্রীয় মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে চুরির এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মন্দিরের ব্যবস্থাপনা কমিটি পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তের কাজও শুরু করেছে পুলিশ।
পালং বাজারে শ্রীশ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরটি পালং মডেল থানার কাছেই অবস্থিত। মন্দিরের নিরাপত্তার স্বার্থে কমিটি
১৬টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে।
মন্দিরের প্রধান ভবনের বারান্দায় লোহার দান বাক্স রাখা হয়েছিল। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, ভোরের দিকে প্যান্ট, শার্ট ও জুতো পরাসহ মুখ ঢেকে মন্দিরের দান বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। সকালে মন্দিরের এক পরিচ্ছন্নকর্মী দান বাক্স ভাঙা দেখে কমিটিকে জানান।
মন্দিরের পরিচ্ছন্নকর্মী ভুলু রানী বলেন, সকাল ৭টার দিকে মন্দিরের সামনে এসে দেখি দান বাক্সের সামনে ইট ও লোহা পড়ে আছে। দান বাক্সটার দিকে চেয়ে দেখি সেটি ভাঙা।
আরও পড়ুন: বরিশালে চুরি হওয়ার এক ঘণ্টার মধ্যে নবজাতক উদ্ধার
জিউ মন্দিরের আহ্বায়ক অনিক ঘটক চৌধুরী বলেন, মন্দিরের ভক্তরা বিভিন্ন সময় টাকা-পয়সা দান করে থাকে। আমরা বছরে দুইবার সেটি খুলে টাকা-পয়সা নিয়ে থাকি। প্রতিবারই ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যায়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, মন্দিরটি উঁচু দেয়াল ও সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত থাকার পরেও এই দুর্ঘটনা ঘটেছে। জেলার সবচেয়ে বড় মন্দির এটি। একাধিক চোরের দল এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। সিসিটিভির ফুটেজ দেখে আমরা চোর শনাক্ত করার চেষ্টা করছি। আশা করি অচিরেই আমরা চোরকে ধরতে সক্ষম হব।
]]>




