শাকিব বুবলীর ছেলেকে নিয়ে নেটিজেনরা যা বলছেন
<![CDATA[
শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদের সময় বারবার একটা নাম সামনে এসেছিল। সেই নামটি ছিল শবনম বুবলী। শবনম বুবলীকে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় এর পর থেকে।
বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে এ জুটির প্রেম-বিয়ের খবর। ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় এই আলোচনা তীব্র হয়। অন্তঃসত্ত্বা বুবলী–এমন খবর রটে যায় চারদিকে। এরপর উধাও হয়ে যান এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন অভিনেত্রী নিজেই। ছবির ক্যাপশনে লেখেন: ‘আমি আমার জীবনের সাথে।’ আবার লিখেছেন: ‘থ্রুব্যাক আমেরিকা।’
এরপর শুক্রবার প্রকাশ্যে আনেন সন্তানের ছবি, সেই সঙ্গে সন্তানের বাবার নাম। সবার ধারণাই সঠিক প্রমাণ করে বুবলী স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন; সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’
আরও পড়ুন: শাকিব বললেন, শেহজাদ আমার ছেলে
সেই সঙ্গে আরও লিখেছেন, ‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
বুবলীর পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষ থেকে তারকারাও জানিয়েছেন শুভেচ্ছা। আবার অনেকে কটাক্ষও করেছেন। অভিনেতা নিরব লিখেছেন: ‘মাশা আল্লাহ।’ পরিচালক মোস্তাফিজুর মানিক লিখেছেন: ‘অনেক দোয়া এবং শুভকামনা।’
আরও পড়ুন: শেহজাদের বাবা কে, জানালেন বুবলী
আবার অনেক ভক্তও শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাকিব-বুবলীকে প্রশ্নবিদ্ধও করেছেন। কেউ লিখেছেন, সন্তানের ছবি প্রকাশ্যে আনার আগে বিয়ের ছবি দিতেন। আবার কেউ লিখেছেন, অপু বিশ্বাসের কাহিনির পুনরাবৃত্তি হতে যাচ্ছে না তো!
অনেকেই কমেন্টে প্রশ্ন তুলেছেন বিয়ে করে প্রকাশ করতে এত অনীহা কেন? বাচ্চা নিয়ে কেন সামনে আসেন, বিয়ের সময় কেন আসেন না?
]]>