বিনোদন

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

<![CDATA[

সরকার দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ কিংবা মতবিরোধের চেয়ে আলোচনার মাধ্যমে কোনো বিষয়ের সমাধানে আগ্রহী বাংলাদেশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসের সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে বাহিনীর একটি গ্র্যাজুয়েশন সিরিমনিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

জাতীয় নিরাপত্তার স্বার্থেই প্রথাগত ও অপ্রথাগত ঝুঁকি মাথায় রেখে কাজ করতে হবে বলেও জানান সরকারপ্রধান।

গত একযুগের বেশি দেশের বিভিন্ন খাতের উন্নয়ন তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধ নয়, আলোচনায় বিশ্বাসী বর্তমান সরকার। আমাদের সশস্ত্র বাহিনী গড়ে তোলা হয়েছে যুদ্ধের জন্য নয়। সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়-এই নীতিমালা মেনেই প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রেখেই আমরা রাষ্ট্র পরিচালনা করছি।’

প্রযুক্তির বাস্তবতায় অপরাধের ধরন পাল্টে যাওয়ার কথা জানিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মকভাবে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা।

আরও পড়ুন: বাংলাদেশ ২০৪১ সালে ডিজিটাল থেকে স্মার্ট হবে: প্রধানমন্ত্রী

এ ছাড়া ডিজিটাল বাংলাদেশ এখন আরও অগ্রগামী বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকারপ্রধান।

বহিঃশত্রুর হাত থেকে প্রিয় স্বদেশ রক্ষায়, দেশের সশস্ত্র বাহিনীকে অর্জন করতে হয় নানামুখী সমর বিদ্যা। যেখানে সমরাস্ত্র চালনাই শুধু নয়, দীক্ষিত হতে হয় কৌশলগত জ্ঞান অর্জনও। মিরপুর সেনানিবাসের সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে, প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ নানা ধরনের কোর্সে শিক্ষাগ্রহণ করেন কর্মকর্তারা। যেখানে বিদেশ থেকেও আসেন প্রশিক্ষণার্থীও।

সকালে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে (ডিএসসিএসসি) এ বছরের কোর্স সমাপনী উপলক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১১ মাস দীর্ঘ এ কোর্সে এ বছর ২১ দেশের ৪৬ বিদেশি কর্মকর্তা, পুলিশের ৩ জন ও ৮ নারী অফিসারসহ মোট ২৫০ জন গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। কমান্ড্যান্টকে সঙ্গে নিয়ে নিজ হাতে এসব সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!