শাবিপ্রবিতে অমর একুশে, স্বাধীনতা ও বিজয়-৭১ নামে রিডিংরুমের নামকরণ
<![CDATA[
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রহলের তিনটি রিডিং রুমের নতুন নামকরণ করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ সামিউল ইসলাম এসব নামকরণের ফলক উন্মোচন করেন।
অমর একুশে, স্বাধীনতা ও বিজয়৭১ নামে তিনটি রিডিং রুমের নামকরণ করা হয়। এ ছাড়া জয় বাংলা নামে একটি অতিথি কক্ষের ও নামকরণ করা হয়।
প্রাধ্যক্ষ মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, বিজয়ের মাসে নতুন প্রজন্মের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও চেতনা পরিচিতি বা স্মরণ করে দেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রিডিং রুমগুলো নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমাদের হলের মেধাবী শিক্ষার্থীদের জীবনাচরণে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের চর্চাকে শাণিত করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আরও পড়ুন: শাবিপ্রবিতে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সংকটকাল
প্রাধ্যক্ষ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি আমাদের আজন্ম ঋণ। আমাদের ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে মহান মুক্তিযুদ্ধের আদর্শ চর্চার মধ্য দিয়ে বীর শহীদদের যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যেই বঙ্গবন্ধু হলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
]]>