বিনোদন
শাবিপ্রবিতে প্রথমবর্ষে ১৪০ আসন ফাঁকা
<![CDATA[
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ২০২১-২২ সেশনে ১৪০টি আসন ফাঁকা রয়েছে।
বুধবার(২৫ জানুয়ারি) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২১-২২ সেশনের চূড়ান্ত ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ বুধবার শেষ হয়েছে। গুচ্ছের নিয়ম অনুযায়ী তিন গ্রুপ বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য মিলিয়ে ১৪০টি আসন ফাঁকা আছে। এর মধ্যে বিজ্ঞান গ্রুপে ১২৬টি, মানবিক গ্রুপে ১০টি, বাণিজ্য গ্রুপে ৪টি আসন ফাঁকা।
আরও পড়ুন: শাবিপ্রবি: আসন ফাঁকা রেখে ক্লাস শুরু হবে না
তিনি আরও বলেন, ফাঁকা আসনগুলোতে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। আশা রাখছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ হবে।
]]>