শাবিপ্রবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার
<![CDATA[
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ‘বাংলাদেশ অ্যাট ৫০; অ্যাচিভমেন্টস, প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক শিরোনামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ।
সূচি অনুযায়ী, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ও শনিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ, আমেরিকা, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কি, ভারত, মঙ্গোলীয়া ও ডেনমার্কসহ ৮টি দেশের শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় শাবিপ্রবি প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।
এ সম্মেলনে সচিব ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, প্রিন্টিং-মিডিয়া ও পাবলিকেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়সহ শাবিপ্রবি প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আমিরাতে হবে ২০২৩-এর জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
সম্মেলন আয়োজনের বিষয়ে অধ্যাপক দিলারা রহমান জানান, সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশসহ ৮টি দেশের শতাধিক গবেষণাপত্র ১৪টি সশরীর সেশনে এবং ২টি ভার্চুয়ালি সেশনে উপস্থাপিত হবে। এছাড়া সম্মেলনে দেশ-বিদেশের দুই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশ নিবেন।
অধ্যাপক দিলারা রহমান আরও বলেন, দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
সম্মেলনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন আন্তর্জাতিক এ সম্মেলনে।
]]>