শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্ক, বিয়ের তিন দিন পর ধরা
<![CDATA[
দীর্ঘ ৫ বছর অবৈধ সম্পর্কের পর অবশেষে স্ত্রীর হাতে ধরা খেলেন স্বামী। ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রিসমা নামের মেয়েকে বিয়ে করেন প্রেমিক সাজওয়ান (ছদ্মনাম) নামের এক যুবক। বিয়ের ঠিক ৩ দিনের মাথায় রিসমা যখন বাহিরে যান ঠিক ওই মুহূর্তে সাজওয়ান তাদের বাড়িতে প্রবেশ করেন এবং শাশুড়ির সাথে আলাপচারিতার এক মুহূর্তে তারা একটি রুমে প্রবেশ করেন। বিষয়টি তার একজন প্রতিবেশীর নজরে পড়লে তৎক্ষণাৎ হাতেনাতে দু’জনকে ধরে ফেলেন। এরপর প্রতিবেশীরা রিসমাকে খবর দিলে দ্রুত সে বাসায় ফিরে আসে।
এরপর রিসমা তার মায়ের ব্যবহৃত মোবাইল নিয়ে সাজওয়ানের সঙ্গে সমস্ত আলাপচারিতার ভয়েস রেকর্ড, চ্যাটসহ সমস্ত কিছু দেখার পর রিসমা জানতে পারে সাজওয়ান গত ৫ বছর ধরে তার মায়ের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক করে আসছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১০
রিসমা জানায়, মায়ের সঙ্গে তার সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের পর তার প্রতি তার মায়ের মনোভাব হঠাৎ বদলে যায়। মায়ের এমন আচরণকে তিনি ক্ষমা করতে পারেন কি না জানতে চাইলে রিসমা জানান, এটি কখনই ক্ষমার যোগ্য নয়। তিনি তার সঙ্গে ঘটে যাওয়া এই অন্যায়ের সঠিক বিচার চান।
এদিকে, এই ঘটনার পরপরই এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, রিসমার মায়ের সঙ্গে তার স্বামীর পরকীয়ার ঘটনা এরই মধ্যে পুলিশ অবগত হয়েছে। তবে থানায় এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌন সম্পর্ক নিষিদ্ধ
]]>




