শাহরুখকে ‘পোশাক খুলতে’ বাধ্য করতেন ফারহা খান!
<![CDATA[
শুধু অভিনয় নয়, বডি ফিটনেস নিয়েও ভীষণ খুঁতখুঁতে বলিউড পরিচালক ফারাহ খান। তাই শুটিংয়ের আগে প্রতি সপ্তাহে শাহরুখকে পোশাক খুলতে বাধ্য করতেন ফারাহ।
ব্যক্তিজীবনে শাহরুখ এবং ফরাহ ভীষণ ভালো বন্ধুত্বের সম্পর্ক। আর তাই বন্ধু শাহরুখকে রুপালি পর্দায় নিখুঁত দেখতে চান তিনি।
শাহরুখকে প্রথম বডি পরিবর্তন করে রুপালি পর্দায় দেখা যায় ‘ওম শান্তি ওম’ সিনেমাটিতে। এই ছবির পরিচালক ছিলেন ফারাহ খান। তিনি এই সিনেমার একটি জনপ্রিয় গান ‘ দারদে ডিস্কো’-তে সিক্স পেকে হাজির করিয়েছিলেন শাহরুখকে।
আরও পড়ুন: অভিনয়ের আগে রাজকুমারের পেশার কথা জানলে অবাক হবেন!
এমন নয়া লুকে শাহরুখ ভক্তরাও বেশ অবাক হয়েছিল। তবে তার ফিটনেস চমক নজর কেড়েছিল সবার। এরপর থেকেই বডি ফিটনেস নিয়ে বেশ সিরিয়াস হতে দেখা গেছে শাহরুখ খানকে।
নির্মেদ, পেশিবহুল শরীর নিয়ে ‘পাঠান’ ছবিতেও তাকে দেখা গেছে। এমন লুক পেতে মাথার ঘাম পায়ে ফেলা শাহরুখ মনে করেন বন্ধু ফারাহর অবদান এখানে অনেক বেশি। তার কড়া নজরদাড়ি না থাকলে এমন লুকে দর্শকের সামনে আসতে পারাটা আমার কাছে একবারেই অসম্ভব।
]]>