শিরোপার দৌড়ে এগিয়ে ব্রাজিল, ধারেকাছেও নেই আর্জেন্টিনা!
<
ফাইভথার্টিএইটের মতে, ব্রাজিলের সেমিফাইনাল ও ফাইনালে ওঠার সম্ভাবনাও অন্য ৭ দলের চেয়ে বেশি। সেলেসাওদের সেমিফাইনালে পা রাখার সম্ভাবনা ৭৭ শতাংশ। পর্তুগাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও মরক্কোর জন্য সংখ্যাগুলো যথাক্রমে ৬৮, ৫২, ৫৮, ৪৮, ৪২, ২৩ ও ৩২ শতাংশ। আবার ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫১ শতাংশ। অন্য সাত দলের সম্ভাবনা চল্লিশের ঘরেও নেই।
আরও পড়ুন: মদ নিষিদ্ধ থাকায় কাতার বিশ্বকাপ নারীদের জন্য নিরাপদ
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার, আর্জেন্টিনা নেদারল্যান্ডসের, মরক্কো পর্তুগালের ও ইংল্যান্ড ফ্রান্সের মুখোমুখি হবে। ৯ ডিসেম্বর প্রথম ম্যাচে খেলতে নামবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। একই দিন মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। মরক্কো-পর্তুগাল ও ইংল্যান্ড-ফ্রান্স মাঠে নামবে ১০ ডিসেম্বর। দুটি সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। ফাইনাল মাঠে গড়াবে ১৮ ডিসেম্বর।
]]>




