শিরোপার দৌড়ে টিকে থাকতে মাঠে নামছে বাংলাদেশ
<![CDATA[
অনূর্ধ্ব ১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার (০৭ নভেম্বর) ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপার দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ছোটনের শিষ্যদের। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।
এক বছরে দুটি সাফের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সাফ অনূর্ধ্ব নারী চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু হয় ছোটনের দলের। হ্যাটট্রিক করেন সুরভী। জোড়া গোল করেন উমহেলা।
তবে, দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন হয় স্বাগতিকদের। কাঠমান্ডুর হারের শোধ কমলাপুরে নেয় নেপালের মেয়েরা। ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ।
আরও পড়ুন: ৬ ম্যাচে ২১ গোল, মালদ্বীপেও ‘চ্যাম্পিয়ন’ হলেন সাবিনা
তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ভুটান। শিরোপা জিততে হলে বাকি দুই ম্যাচে পেতে হবে বড় জয়। দুই জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে হিমালয়ের দেশটি। ভুটানের পাশাপাশি নেপালকেও বড় ব্যবধানে হারাতে পারলে, তবেই শিরোপা নিশ্চিত করতে পারবে ছোটনের দল।
অনুশীলনে ছোটখাটো ভুলগুলো শুধরে নেয়ায় আত্মবিশ্বাসী সুরভী, জয়নব বিবিরা।
আরও পড়ুন: সাফজয়ীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী, থাকছে অর্থ পুরস্কার
অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে পর পর দুইবার শিরোপা দখলে নেই ভারত। এবার তারা না থাকায় সমান দুটি শিরোপা জেতার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরাও।
]]>