খেলা

শীতজনিত রোগে চলতি মৌসুমে ৭৮ মৃত্যু, শীর্ষে চট্টগ্রাম

<![CDATA[

গত নভেম্বরের মাঝামাঝিতে চলতি মৌসুমের শীত শুরু হলেও ডিসেম্বরের শেষের দিকে বেড়েছে তীব্রতা। তবে এরমধ্যেই চলতি মৌসুমে শীতজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহ ইত্যাদি কারণে দেশব্যাপী ৭৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, গত ১৪ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৫০ হাজার ১৩০ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৫ জন মারা গেছেন। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৯ হাজার ১৪৪ জন। মারা গেছেন তিনজন। এ নিয়ে মোট ৭৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব মৃত্যর মধ্যে সবচেয়ে বেশি ৫৩ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া ময়মনসিংহে ২১ জন, খুলনায় দুজন ও বরিশালে দুজনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে শ্বাসতন্ত্রের সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : শীতে মৃত্যুদূতের মতো থাবা বসিয়েছে নিউমোনিয়া

অন্যদিকে ডায়রিয়ায় মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ দুই লাখ ২৮ হাজার ৮০৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন চট্ট্রগ্রাম বিভাগে ৩০ হাজার ৮৯৩ জন। তবে ডায়রিয়ায় মারা যাওয়ার তিনজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর বলছে, রোগীদের অসচেতনতা ও দেরিতে হাসপাতালে যাওয়ার কারণে রোগের তীব্রতা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 

 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!