শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
<![CDATA[
আবারও সারা দেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, তা অনেকটাই প্রশমিত হতে পারে। এতে শীতের অনুভূতি আরও কমে গিয়ে গরমের অনুভূতি কিছুটা তীব্র হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন : শীত কি শেষ, যা বলছে আবহাওয়া অফিস
পাশাপাশি নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেটি প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়ার বর্তমান অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও বেড়ে যাবার পূর্বাভাস দেয়া হয়েছে যার অর্থ এ সময় শীতের তীব্রতা অনেক কমে যাবে।
আরও পড়ুন : বেড়েছে তাপমাত্রা, শীত নিয়ে কী বলছে আবহাওয়া অফিস
অন্যদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপ, সীতাকুণ্ড ও কক্সবাজারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে।
]]>




