শীর্ষে সিলেট, বাকিরা কে কোথায়
<![CDATA[
ঢাকা পর্ব শেষে বিপিএলের দলগুলোর গন্তব্য এখন সিলেট। আগামী শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হবে সিলেট পর্ব। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। দুইয়ে আছে সাকিবের ফরচুন বরিশাল।
বিপিএলের ইতিহাসে দুই সফল অধিনায়ক মাশরাফী ও সাকিব। এবারও আধিপত্য ধরে রেখেছে তাদের দল। মঙ্গলবার (২৪ জানুয়ারি) মাশরাফী-সাকিবের হাইভোল্টেজ এক লড়াই উপভোগ করেছেন দর্শক। তবে শেষ পর্যন্ত ২ রানে জিতে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ম্যাশের সিলেট স্ট্রাইকার্স। ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট টেবিল টপারদের।
আর ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সাকিবের ফরচুন বরিশাল। এদিকে বাজে সময় কাটিয়ে ট্র্যাকে ফিরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬ পয়েন্ট নিয়ে এরপরই আছে রংপুর রাইডার্স।
নবম আসরটা একেবারেই ভালো কাটছে না বাকি ৩ দলের। সমান ৪ পয়েন্ট আছে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। নেট রান রেটে পিছিয়ে থাকায় তলানিতে চট্টগ্রাম।
আরও পড়ুন: সিলেটবাসী বিপিএলের টিকিট কিনবেন যেভাবে
বিপিএলের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান রেট
সিলেট স্ট্রাইকার্স ৭ ৬ ১ ১২ +১.১৫৮
ফরচুন বরিশাল ৭ ৫ ২ ১০ -০.৮২৬
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ৪ ৩ ০৮ +০.৪২৩
রংপুর রাইডার্স ৬ ৩ ৩ ০৬ +০.১৫৮
খুলনা টাইগার্স ৬ ২ ৪ ০৪ +০.০৫৯
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ ২ ৫ ০৪ -১.০৯০
ঢাকা ডমিনেটর্স ৮ ২ ৬ ০৪ -১.২৫৬
]]>




