শুক্রবার মেয়েদের সামনে ইতিহাসে গড়ার হাতছানি
<![CDATA[
অঘোষিত ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবার হাতছানি গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের সামনে। আসরে প্রথম দেখায় নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল সুরভী-অর্পিতারা। তবে এবার সেই প্রতিশোধ নিতে চায় আসরে সর্বোচ্চ ১৭ গোল করা দলটা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায়।
ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে দুই নারী সাফ জয়ের হাতছানি। এবার আর রণে ভঙ্গ দিতে চায় না মেয়েরা।
লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এবারের অনুর্ধ্ব-১৫ নারী সাফে প্রথম দেখায় নেপালের কাছে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে ওই এক হারেই পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় নেপাল।
তবে সমীকরণ বলছে, গোল ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ নেপালকে হারাতে পারলেই শিরোপা জিতে যাবে। তাই শিরোপা নির্ধারণী দু’দলের ম্যাচটি হয়ে গেল অঘোষিত ফাইনাল।
গোলমেশিন সুরভীর কথায়, ‘ম্যাচের পর আমাদেরকে অনুশীলনে করানো হয়েছে। স্যাররা আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। সেগুলো সংশোধন করে নিজেদেরকে সেভাবে প্রস্তুত করে নিয়েছি।’
আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা
আরেক খেলোয়াড় অর্পিতার কথায়, ‘আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে। আমদের দেশের মাটিতে খেলা। আমরা ভালো খেলতে চাই। দেশবাসীকে ভালো খেলা উপহার দিতে চাই।’
নেপাল দলটাও দুর্দান্ত। দেশটির বেশির ভাগ ফুটবলারের এই আসর দিয়ে অভিষেক ঘটেছে। যদিও তারা তিন দিনের ব্যবধানে খেলতে নামবে দ্বিতীয় ম্যাচ। অতীত ইতিহাস বলে, ঘরের মাটিতে নারী সাফের ফাইনাল কখনো হারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে ৩ ম্যাচে নয় গোল করা সর্বোচ্চ স্কোরার সুরভী আকন্দ প্রীতি শিরোপা নির্ধারণী ম্যাচে গোল করতে চায়।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘হেড টু হেড তারা আমাদের বিপক্ষে জিতেছে। এখন আমরা তাদের বিপক্ষে জিতলেই হয়। খেলোয়াড়দের মনোবল ভালো আছে।’
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের প্রাইজমানি, কে কত টাকা পাবে
অঘোষিত ফাইনালে সুলতানা ছাড়া সম্পূর্ণ ফিট একাদশটাই পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ ম্যাচ, তবে মনের বাঘ যেনো গ্রাস করতে না পারে বাংলাদেশকে। শিরোপা জয়ের উৎসব করতে চাইলে দর্শকদের মাঠে এসে লাল সবুজকে উৎসাহ দেয়া চাই।
]]>