খেলা

শুক্রবার শিবচরের দত্তপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি

<![CDATA[

শুক্রবার মাদারীপুর জেলার শিবচরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৭ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে বিকেলে রাষ্ট্রপতি শিবচরের দত্তপাড়ায় আসবেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতির আগমনকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মতবিনিময় সভা করছে মাদারীপুর জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঢাকায় ফেরার পথে তিনি শিবচরের দত্তপাড়া আসবেন। এখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করবেন। সেই সঙ্গে ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবং দৃষ্টিনন্দন কলেজ মসজিদ পরিদর্শন করবেন তিনি। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ র‍্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির ময়দান, সহিষ্ণু হতে বলছেন বিশেষজ্ঞরা

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক দত্তপাড়ায় রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

এ ছাড়াও রাষ্ট্রপতি শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, ‘রাষ্ট্রপতির আগমনকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পুরো এলাকা। রাষ্ট্রপতির আগমনস্থলে জনসাধারণের চলাচলও সীমিত করা হয়েছে।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!