‘শুটিং নিয়ে ব্যস্ত আছি, আপাতত অন্য চিন্তা নেই’
<![CDATA[
ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস।
যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন অপু বিশ্বাস। এমন খবর ছড়িয়েছে ঢালিউডে। অপু একা নন, তার পুত্র আব্রাম খান জয়ও মার্কিন মুলুকের ভিসা পেয়েছেন। খবরের সত্যতা জানতে ফোন করা হয়েছিল অপু বিশ্বাসকে। ভার্চুয়াল কলে তিনি বলেন, এটি কি আলাদীনের চেরাগ যে পাওয়া যাবে না? ভিসা যে কেউ পেতে পারে।
কবে যাচ্ছেন আমেরিকায়? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এখন তো শুটিং নিয়ে ব্যস্ত আছি। আপাতত অন্য কোনো চিন্তা নেই। ‘লাল শাড়ি’ সিনেমার কাজ শেষ করব আগে। এটি ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না।
সরকারি অনুদান পেয়েছেন ‘লাল শাড়ি’ সিনেমাটি। তাত শিল্পের বিভিন্ন দিক নিয়ে এ সিনেমার কাহিনি। অপু বিশ্বাসের বিপরীতে পর্দায় দেখা যাবে সাইমন সাদিককে। মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে সিনেমাটির।
আরও পড়ুন: সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন মিথিলা
অপু-জয় ভিসা পেয়েছেন, কিন্তু ঠিক কবে পেয়েছেন তা নিয়ে বিভিন্ন তথ্য শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়। এদিকে অপু বিশ্বাস নতুন করে আলোচনায় ব্যক্তিজীবন নিয়ে। ‘নাকফুল’ কাণ্ডে তার শেয়ার করা একটি নিউজ তাকে আলোচনায় এনেছে।
এ ঘটনায় রীতিমত বাকযুদ্ধে নেমেছেন অপু বিশ্বাস ও বুবলী। ঘটনার জল অনেকটা গড়িয়ে যাওয়ার পর মুখ খুলেছেন শাকিব খান। জানিয়েছেন, তিনি বুবলীকে নাকফুল দেননি। এরপর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিন ভর চাপা উত্তেজনা। খবর ছড়িয়ে পড়ে- সংবাদ সম্মেলন করবেন বুবলী। কিন্তু কখন কোথায়? এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এমনি একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি বুবলীকে।
আরও পড়ুন: অপু-বুবলী দুজনই আমার কাছে অতীত: শাকিব খান
শাকিব খানকে জড়িয়ে অপু-বুবলী যখন আলোচনায় তখন শোনা যায় শাকিব খানের বাসায় যাওয়া-আসা করছেন অপু বিশ্বাস! বিষয়টি অস্বীকার করেননি ঢালিউড ভাইজান। দেশীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আব্রাম খান জয়ের বাবা যেমন আমি শাকিব খান, তেমনি মা হচ্ছেন অপু বিশ্বাস। বাবা হিসেবে সন্তানের সঙ্গে আমার দেখা হয়। জয় মাঝেমধ্যে আমার সঙ্গে থাকে। ওর দাদা-দাদির সঙ্গে থাকে। জয় যেহেতু ছোট, একা আসতে পারে না, তাই জয়কে আনার সুবাদে তার মা আসে। কিন্তু আমাদের মধ্যে সন্তানের বিষয়ের বাইরে আর কোনো কথা হয় না। জয়ের স্কুলেও যাওয়া হয় মাঝেমধ্যে, সেখানেও দেখা হয় আমাদের।’
অপু-বুবলী প্রসঙ্গে শাকিব খান আরও বলেন, ‘একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।’
]]>