শুটিং সেটে গুরুতর আহত রোহিত শেঠি
<![CDATA[
শুটিং চলাকালে ভারতের হায়দরাবাদে গুরুতর আহত হয়েছেন রোহিত শেঠি। নিজের স্বপ্নের প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শুটিং চলাকালীন হাতে চোট লাগে তার। এক মুহূর্ত দেরি না করে পরিচালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ছোট অস্ত্রোপচার করা হয় তার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, গাড়ির পেছনে ধাওয়া করার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের ৬ বছরের মেয়ে সিনেমায়
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজ়ের জন্য বিরাট বড় সেট তৈরি করা হয়েছে রামোজি ফিল্ম সিটির অন্দরে। সিরিজটিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। সিদ্ধার্থ ছাড়াও এ সিরিজ়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিল্পা শেঠি ও বিবেক ওবেরয়কে।
আরও পড়ুন: আবারও সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক অভিনেত্রীর!
রোহিতের ছবিতে বারবার ফিরে এসেছে পুলিশ বিশ্বের হালহকিকত। এর আগে তিনি নির্মাণ করেন ‘সিম্বা’, ‘সিংহম’ ও ‘সূর্যবংশী’র মতো পুলিশ চরিত্রের সিনেমা।
]]>



