শুভ জন্মদিন আহসান হাবিব নাসিম
<![CDATA[
আজ ৩১ অক্টোবর। অভিনেতা আহসান হাবিব নাসিমের শুভ জন্মদিন।
পাবনা জেলার কৃতি সন্তান আহসান হাবিব নাসিম। তার বাবা মরহুম আব্দুল হামিদ ও মা মনোয়ারা বেগম। তিনি একজন অভিনয়শিল্পীই নন, অভিনয় শিল্পী সংঘের সভাপতিও।
তার স্কুল জীবন কাটে আটঘরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ে। উচ্চমাধ্যমিক শেষ করেন পাবনা ক্যাডেট কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে সমাজ বিজ্ঞানের ওপর গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি।
শিল্পীদের নানা সমস্যা দূরীকরণে তিনি দিনের পর দিন যে শ্রম দিয়েছেন, নানা দুঃসময়ে শিল্পীদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আরও পড়ুন: কড়া ভাষায় ক্ষোভ ঝাড়লেন উপস্থাপিকা সুদীপা
বদিউজ্জামানের লেখা ও মাহবুবুল আলমের পরিচালনায় কস্তুরী মৃগসম নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর পেছনে ফিরে তাকাননি। দক্ষ অভিনয়শৈলী দিয়ে দীর্ঘজীবনের অভিনয় জগতে তিনি দর্শকদের উপহার দিয়েছেন ভালোমানের একাধিক নাটক ও টেলিছবি।
তবে বিটিভিতে প্রচারিত ‘নায়িকার নামে নাম’ নাটকটির মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। নাটক, টেলিফিল্মের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন এই গুণী শিল্পী।
তার সবশেষ ছবিগুলোর মধ্যে রয়েছে রায়হান রাফির পরিচালনায় ‘দামাল’, অমিতাভ রেজার ‘মুন্সীগিরি’ এবং সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ নামের সিনেমাগুলো।
]]>




