শুরুতে কানাডার চমক, ৬ মিনিটের দুই গোলে ক্রোয়েশিয়ার লিড
<![CDATA[
বেলজিয়ামের বিপক্ষে দারুণ খেলেও ১-০ গোলে হেরে যাওয়া কানাডা ক্রোয়েশিয়াকে চমকে দিয়েছিল শুরুতেই। ৬৮ সেকেন্ডে আলফন্সো ডেভিসের গোলে লিড নিয়েছিল ম্যাচে। তবে ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রে ক্রামারিচের গোলে সমতায় ফিরেছে লুকা মদ্রিচের দল। পরে প্রথমার্ধের শেষের দিকে মার্কো লিভাজার গোলে এগিয়ে যায় ক্রোয়াটরা। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট প্রথমার্ধ দেখল ফুটবলভক্তরা।
কাতার বিশ্বকাপে চমক আর অঘটন চলছেই। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে অঘটনের শিকার হয়েছে বেলিজিয়াম। আরেক ম্যাচেও শুরুতেই চমক দেখাল কানাডা। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে এই বিশ্বকাপের দ্রুততম গোল করেছেন আলফন্সো ডেভিস। তার চমৎকার গোলে লিড পেয়েছিল কানাডা।
তবে, দ্রুতই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ক্রোয়েশিয়া। আক্রমণে আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে কানাডার রক্ষণভাগকে।
ম্যাচের ৩৬ মিনিটে আন্দ্রে ক্রামারিচের গোলে সমতায় ফিরেছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। বাঁ-প্রান্তে জায়গা করে নেন ইভান পেরিসিচ। সেখান থেকে বক্সে ক্রামারিচের উদ্দেশ্যে বল বাড়ান তিনি। দারুণ ফিনিশিংয়ে গোল করেন তিনি।
গোল পেয়ে আরও উজ্জীবিত হয়ে ওঠে ক্রোয়েশিয়া। গতি বাড়ায় আক্রমণের। ৪৪ মিনিটে দারুণ এক দৌড়ে কানাডার রক্ষণভাগকে তছনছ করে ফেলেন জুরানোভিচ। এরপর পাস বাড়ান মার্কো লিভজার উদ্দেশ্যে। প্লেসিং শটে চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
]]>