খেলা

শুরুর আগেই বিশ্বকাপ শেষ কান্তের

<![CDATA[

ইনজুরির কারণে এ মৌসুমে চেলসির হয়ে বলতে গেলে মাঠেই নামেননি বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে। লিগে মাত্র ২টি ম্যাচ খেলা কান্তে সবশেষ মাঠে নেমেছিলেন গত আগস্টে। অবশেষে জানা গেল দুঃসংবাদ। ইনজুরি সারতে লাগবে অস্ত্রোপচার, তাই মাঠে ফিরতে এখনো ঢের দেরী তার। যার কারণে নভেম্বরে কাতারে হতে যাওয়া বিশ্বকাপটা দর্শক হিসেবেই দেখতে হবে চেলসির এই তারকাকে।

কাতার বিশ্বকাপের আগে বাড়ছে ইনজুরির মিছিল। টুর্নামেন্ট শুরুর আগেই একে একে খসে পড়ছে তারকা। গতকাল জানা গিয়েছিল, বিশ্বকাপ খেলা হচ্ছে না লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জটার। ইনজুরির কারণে আগে থেকেই শঙ্কা ছিল ফ্রান্সের মিডফিল্ডার এনগোলো কান্তেকে নিয়ে। শঙ্কা সত্যে পরিণত করে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা।

হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার করায় চারমাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কান্তে। বিশ্বকাপ শুরুর বাকি মাত্র একমাস। তাই নিশ্চিতভাবেই দলে থাকছেন না তিনি। এমন শঙ্কার কথা অবশ্য জানা গিয়েছিল আগেই। ইএসপিএন গত সপ্তাহে সূত্র মারফত জানিয়েছিল, ৩১ বছর বয়সী তারকাকে বিশ্বকাপে নাও দেখা যেতে পারে। গতকাল কান্তের ক্লাব চেলসি তার চার মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার খবরটি জানায়।

আরও পড়ুন:বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল রোনালদোর পর্তুগাল

এক বিবৃতিতে প্রিমিয়ার লিগের ক্লাবটি জানায়, ‘হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন এনগোলো কান্তে। ক্লাবের মেডিকেল বিভাগের সহায়তায় একজন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন এই মিডফিল্ডার। চোট পরবর্তী পুনর্বাসন নিয়ে কথা বলার জন্য। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চোট সারাতে এনগোলোরের অস্ত্রোপচারের ব্যাপারে সবাই সম্মত হয়। আর অস্ত্রোপচার সফল হয়েছে, প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।’

শুধু কান্তেই নয়, পল পগবা ও টমাস লেমারকে বিশ্বকাপে পাওয়া নিয়েও শঙ্কায় আছে ফ্রান্স। গত মাসে হাঁটুতে অস্ত্রোপচার করান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে য়্যুভেন্তাসে ফিরে যাওয়া তারকা।

আরও পড়ুন:চোটের কারণে বিশ্বকাপে অনিশ্চিত কান্তে

গত মঙ্গলবার রায়ো ভায়োকানোর বিপক্ষে মাংসপেশীতে চোট নিয়ে মাঠ ছাড়েন আরেক মিডফিল্ডার টমাস লেমার। বিশ্বকাপের দল ঘোষণার শেষদিন ৯ নভেম্বর। এর আগে পগবা ও লেমার সেরে না উঠলে তাদের ছাড়াই দল ঘোষণা করতে হবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে।

কান্তের ইনজুরি শুধু ফ্রান্সের জন্যই নয় বরং চেলসির জন্যও বড় আঘাত। গত মৌসুমে লিগে তৃতীয় হওয়া দলটা খারাপ শুরুর পর নিজেদের ফিরে পাচ্ছে দুর্দান্তভাবে। দীর্ঘ মৌসুমে মধ্যমাঠের ইঞ্জিনকে  ছাড়া লড়াই করাটা তাদের জন্য বড় ধাক্কা হয়েই এলো। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!