বাংলাদেশ

শেখ পরশের করোনা মুক্তির জন্য বিশেষ দোয়া

<![CDATA[

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের করোনা মুক্তির জন্য কোরআন খতম, বিশেষ দোয়া ও মাদ্রাসার শিশুশিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার ব্যবস্থা করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

সোমবার (৩ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নিজ উদ্যোগে পূর্ব গোড়ান দারুল উলুম মাদ্রাসায় বাদ ফজর কোরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন। দোয়ার আগে ৩০ জন কোরআনে হাফেজ দ্বারা পবিত্র কোরআন খতম করানো হয়। মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ২০০ জন শিক্ষার্থীর জন্য তিন বেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়।

দোয়া-মোনাজাতে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারসহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদ এবং শেখ ফজলে শামস পরশের বাবা শেখ ফজলুল হক মণি ও মা আরজু মণির রুহের মাগফেরাতও কামনা করা হয়।

আরও পড়ুন: দুর্গাপূজা ঘিরে সবাইকে সতর্ক থাকার আহ্বান সেতুমন্ত্রীর

দোয়া ও মিলাদের আগে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, কোরআনের হাফেজ ও এতিম শিশুদের নিয়ে মহান আল্লাহর দরবারে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের করোনা মুক্তির জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপপরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, উপ-মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ উদ্দিন ফালান, সহসম্পাদক জাহাঙ্গীর মোল্লা, দারুল উলুম মাদ্রাসার সভাপতি মহিবুল ইসলাম পিয়াল প্রমুখ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!