শেখ হাসিনাকে ব্রিটেনের রাজা চার্লসের ফোন
<![CDATA[
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেয়ায় বাংলাদেশ ও দেশটির সরকার প্রধানসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাজ্য।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ জানান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। শনিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন কলে রাজা চার্লস এ কৃতজ্ঞতার কথা জানান।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতির জন্য রাজা চার্লস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: সামরিক পোশাকে রানির কফিন পাহারায় প্রিন্স হ্যারি
এ সময় টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজা চার্লসকে বলেন, প্রয়াত রানি আমার কাছে একজন মা এবং কমনওয়েলথের অসাধারণ এক প্রধানের মতো ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, রানির প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রধানমন্ত্রী রাজাকে আরও জানান, প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ এবং তার চিরশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।
এসময় রাজা তৃতীয় চার্লসকে সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।
এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) হবে। এতে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যুক্তরাজ্যে যাচ্ছেন এবং অনেকে ইতিমধ্যে সে দেশে পৌঁছেও গেছেন।
সোমবার বেলা ১১টার দিকে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এতে উপস্থিত থাকবেন প্রায় দুই হাজার অতিথি। এতে যোগ দিতে শনিবার লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্ট রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন না। যদিও রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসার পর থেকে তাঁর মৃত্যু পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৪ জন প্রেসিডেন্ট এসেছেন। এর মধ্যে ১৩ প্রেসিডেন্ট রানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সফরকালে বাইডেন অবশ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বৈঠক করবেন। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তাদের প্রথম সাক্ষাৎ।
আরও পড়ুন: রানিকে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের অপেক্ষা, নিরাপত্তা জোরদার
রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন জাপান, স্পেন, বেলজিয়াম, ডেনমার্কসহ বিভিন্ন দেশের রাজা–রানিরা। তবে এতে যোগ দিতে সৌদি আরব থেকে আমন্ত্রণ জানানো হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে।
এ আয়োজনে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকারপ্রধান। তাদের মধ্যে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান প্রমুখ।
রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় ছয়টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছয়টি দেশ হচ্ছে: রাশিয়া, মিয়ানমার, বেলারুশ, সিরিয়া, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।
]]>




