শেখ হাসিনা সরকার হিমালয় পর্বত, ধাক্কা দিয়ে ফেলা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
<![CDATA[
বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা সরকার হিমালয় পর্বত। চাইলেই লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি তো অনেক কথাই বলে, করোনার সময় কোনো সেবাই পায়নি কেউ। জাতীয় সংসদেও একই কথা বলে। অথচ, করোনার সময় বিএনপিকে খুঁজেই পাওয়া যায়নি। মানুষের পাশে ছিল না বিএনপি।
আরও পড়ুন: বিএনপি টাকা দিয়ে লোক ভাড়া করে জনসমাগম করছে: কাদের
জাহিদ মালেক আরও বলেন, ৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন দেয়া হয়েছে। এ জন্যই দেশের মানুষ সুরক্ষিত। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম ধাপেই ভ্যাকসিনের অর্ডার দিতে খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকা, তিন দিনের মধ্যে কাজটি করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ভ্যাকসিনের সিরিঞ্জ সংকট থাকায় তা বিমানে করে রাতারাতি আনা হয়েছে। করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়নি। প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছে।
আরও পড়ুন: আ.লীগের ব্যর্থতায় জিয়াউর রহমানের উত্থান: খন্দকার মোশাররফ
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী প্রমুখ।
]]>