শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা
<![CDATA[
শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নে মৃগী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সজিব মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ এই অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ী সজিব মিয়া মৃগী নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন এমন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তথ্যের সত্যতা পেয়ে ওই বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: কাপ্তাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ বলেন, উপজেলার চন্দ্রকোনার রানীগঞ্জ গ্রামে মৃগী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সজিব মিয়া নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
]]>




