বিনোদন

শেরপুরে ঘোড়দৌড়ে মুগ্ধ দর্শনার্থীরা

<![CDATA[

হিমেল হাওয়ায় হাড় কাঁপানো কনকনে শীত উপেক্ষা করে নানা বয়সী মানুষ জড়ো হন খোলা ময়দানে। কেবল বইয়ের পাতায় আর টেলিভিশনের পর্দায় নয়, তারা হতে চান বাস্তবতার সাক্ষী। আর সেটি যদি হয় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য, তাহলে তো কথাই নেই। দর্শনার্থীদের এমনই এক দারুণ মুহূর্ত উপহার দিয়েছে শেরপুরের ঘোড়দৌড় প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার ষাটকাকড়া মহল্লায় প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। আমন ধানের ফাঁকা জমিতে অনুষ্ঠিত ঘোড়দৌড় দেখে মুগ্ধ হয়েছেন উৎসুক জনতা। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ শতাধিক ঘোড় সাওয়ার এই প্রতিযোগিতায় অংশ নেন।

আরও পড়ুন: অপ্রতিরোধ্য যুবাদের শিরোপা জয়

ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজকরা বলছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ও গ্রামীণ ঐহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন। আর প্রতিযোগিতা দেখে আনন্দিত দর্শকেরা দাবি করেছেন, যেন প্রতিবছর এমন আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা কয়েক হাজার দর্শনার্থীর ভিড়ে ছিল শিশু-কিশোররাও। 

তারা বলেন, এতদিন টেলিভিশন কিংবা বইয়ের পাতায় ঘোড়দৌড় প্রতিযোগিতা সম্পর্কে জেনে থাকলেও এই প্রথম বাস্তব মনোমুগ্ধকর অভিজ্ঞতা নেয়ার সুযোগ হলো। 

আরও পড়ুন: বিগব্যাশ ছাড়ার হুমকি রশিদ খানের

এই প্রতিযোগিতায় মোট পাঁচটি রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতি রাউন্ডে ঘোষণা করা হয় তিনজন করে বিজয়ীর নাম। সব মিলিয়ে প্রথম স্থান অধিকার করেন দেওয়ানগঞ্জের কিশোর রাজু আহমেদ, দ্বিতীয় হয়েছেন নজরুল ইসলাম। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ফোন ও ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!