শেরপুরে জনসম্মুখে কুপিয়ে হত্যা
<![CDATA[
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভরা বাজারে দিনেদুপুরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর)সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইমান আলী ওরফে ফেকাসু ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
নিহতের স্বজনরা জানান, কাংশা বাজারের একখণ্ড খাস জমি বেশ কিছু দিন ধরে নিয়ে নিহত ফেকাসু এবং একই গ্রামের জব্বার ও খলিলের সাথে বিরোধ চলে আসছিল। বিকেলে ফেকাসু নিজ বাড়ী থেকে বের হয়ে কাংশা বাজারের যাওয়ার সময় জব্বার ও খলিলের লোকজন তার উপর আক্রমণ করে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় ফেকাসুর একটি পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সে একটি ধান ক্ষেতে পরে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: পরকীয়ার-জেরে-স্বামীকে-গলা-কেটে-হত্যায়-মামলা-গ্রেফতার-দুই
ফেকাসুকে বাঁচাতে এলে তার ভাই আব্দুল লতিফও দায়ের কোপে আহত হন। খবর পেয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে পাঠায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। জনসম্মুখে এমন হত্যাকাণ্ডের বিচার দাবী করেছে এলাকাবাসী ও স্বজনরা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
]]>




