শেরপুরে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা
<![CDATA[
শেরপুর হিরোইন বিক্রির অভিযোগে রাসেল মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত রাসেল নকলা উপজেলার মাউশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: পাহাড় কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড
জানা যায়, শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকায় এক মাদক কারবারি বিক্রির উদ্দেশে মাদকদ্রব্য নিয়ে ঘোরাফেরা করছেন, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ কানাশাখোলা বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় রাসেল মিয়াকে আটক করে তারা। পরে তল্লাশি করে তার নিকট থেকে ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কানাশাখোলা বাজারে গিয়ে অভিযুক্ত রাসেল মিয়াকে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
]]>