শেষদিনে জমজমাট দলবদলের বাজার
<![CDATA[
শেষদিনে জমজমাট হয়ে উঠেছে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদলের বাজার। শেষ মুহূর্তে চেলসি ফরোয়ার্ড হাকিম জিয়েশকে দলে ভিড়িয়েছে পিএসজি। ধারে ম্যানসিটি থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন প্রিমিয়ার লিগ জয়ী জোয়াও ক্যানসেলো। এদিকে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে পাওয়ার দৌড়ে এখনো টিকে আছে চেলসি।
ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দল-বদলের শেষ দিন ছিল মঙ্গলবার (৩১ জানুয়ারি)। এবারের দলবদলে খেলোয়াড় কেনায় এগিয়ে ছিল ইংলিশ ক্লাবগুলো। সেখানে অনেকটা নিষ্প্রভ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো দলগুলো।
আরও পড়ুন: মেসিকে আদর করে চুমু দিতে বললেন রিকেলমে
কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেললেও চেলসিতে সময়টা ভালো কাটছে না হাকিম জিয়েশের। এ মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৪ ম্যাচেই শুরুর একাদশে জায়গা হয়েছিল তার। এর আগে বিশ্বকাপ চলাকালীন চেলসি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। ২০২০ সালে ডাচ ক্লাব আয়াক্স থেকে ৩৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেন চেলসিতে। তবে চেলসির প্রত্যাশা পূরণ করতে পারেনি এই মরোক্কোর এই তারকা। দলবদলের শেষ দিনে তাকে দলে টেনেছে প্যারিস সেইন্ট জার্মেই। মেসি-নেইমারদের ও জাতীয় দলের সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে যোগ দিতে ইতোমধ্যে প্যারিসে পৌঁছে গেছেন তিনি।
চেলসি থেকে জর্জিনহোকে দলে নিয়েছে আর্সেনাল। চমক দিয়েছে বায়ার্ন মিউনিখও, ম্যানচেস্টার সিটি থেকে ক্যানসেলোকে ধারে দলে ভেড়াতে যাচ্ছে তারা। চুক্তি হলে এ মৌসুমের শেষ পর্যন্ত বায়ার্নে খেলবেন এই পর্তুগিজ ফুলব্যাক। এছাড়াও মৌসুম শেষে ক্যানসেলোকে ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে রেখে দিতে পারবে বুন্দেস লিগায় শীর্ষ স্থানে থাকা ক্লাবটি।
আরও পড়ুন: ম্যারাডোনা থাকলে তার হাত থেকেই শিরোপা নিতেন মেসি!
এবারের দলবদলে কাড়ি কাড়ি অর্থ খরচ করেছে চেলসি। এখনো আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে পেতে মরিয়া ইংলিশ ক্লাবটি। বিশ্বকাপ জয়ী এই তারকাকে পেতে বেনফিকাকে ১০৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে তারা। চেলসিতে যোগ দিলেই প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারের তকমাটা পেয়ে যাবেন এনজো।
]]>