শেষদিনে ১৫ হাজার ৫০ কেজি ইলিশ গেল ত্রিপুরায়
<![CDATA[
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলা শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ মাসের সর্বশেষ ১৫ হাজার ৫০ কেজি ইলিশ রফতানি করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে ৩৮ হাজার ৭৪৫ কেজি ইলিশ রফতানি করা হলো।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলা শুল্ক স্টেশনের কর্মকর্তা রেজাউল কবির জানান, ভারতে ইলিশ রফতানির জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সিদ্ধান্ত হয় ৪ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইলিশ রফতানির সময় নির্ধারিত হয়।
এ সিদ্ধান্তের পরপরই চলতি মাসের গত ৯ সেপ্টেম্বর জারা এন্টারপ্রাইজ প্রথম ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোট জেলার কৈলাশহরে ইলিশ রফতানি কার্যক্রম শুরু করে। এতে আরও কয়েকটি ইলিশের চালান রফতানি হয়।
আরও পড়ুন: ৯ দিনে ভারতে ৫১৬ মেট্রিক টন ইলিশ রফতানি
তবে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে চলতি মাসের সর্বশেষ ইলিশ রফতানি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, আরিফ সি ফুড নামের রফতানিকারক প্রতিষ্ঠান ৯ হাজার ৫০ কেজি ও জারা এন্টারপ্রাইজ ৬ হাজার কেজি ইলিশ রফতানি করে। একদিনে এ দুটি প্রতিষ্ঠান ১৫ হাজার ৫০ কেজি ইলিশ রফতানি করেছে। এ পর্যন্ত ভারতের ত্রিপুরা রাজ্যে ইলিশ রফতানি করা হয় ৩৮ হাজার ৭৪৫ কেজি।
]]>




