খেলা

শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

<![CDATA[

দক্ষিণ কোরিয়ার ওপর রীতিমতো রোলার কোস্টার চালিয়েছে ব্রাজিল। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— সব বিভাগেই দাপুটে ব্রাজিলকে দেখল বিশ্ব। সন ইয়ং-মিনদের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেইমার-রিচার্লিসনরা। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ দলটির বিপক্ষে আগামী ৯ ডিসেম্বর রাতে শেষ চারের টিকিটের খোঁজে নামবে থিয়াগো সিলভার দল।

সোমবার (৫ নভেম্বর) স্টেডিয়াম নাইন সেভেন ফোরে ম্যাচের সপ্তম মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত পাস থেকে ফাঁকায় বল পেয়ে সহজেই বল জালে জড়ান ভিনিসিউস। এরপর নেইমার-রিচার্লি ও পাকেতার গোলে ৩৫ মিনিট পর্যন্ত গোল ব্যবধান দাঁড়ায় ৪-০তে। ম্যাচটার ভাগ্য মূলত তখনই লেখা হয়ে যায়। 

ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারকে পেয়েই যেন চেনা ছন্দের ব্রাজিলকে দেখল ফুটবল বিশ্ব। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ভিনিসিউস-রাফিনিয়া-রিচার্লিসনরা মেতে উঠে ভয়ঙ্কর সুন্দর ফুটবলে। গোলও মিলতে থাকল একের পর এক। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সবশেষ দেখায় গুণে গুণে পাঁচ গোল দিয়েছিল ব্রাজিল। সেই দলটির বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতেই গেল জুনের ম্যাচটা যেখানে শেষ করেছিল ব্রাজিল, আজ যেন শুরু করল সেখান থেকেই।

বিশ্বকাপে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ম্যাচের প্রথমার্ধে চার গোল করল ব্রাজিল। ১৯৫৪ আসরে মেক্সিকোর বিপক্ষে প্রথম এমন কিছু করেছিল তারা। যদিও প্রথমার্ধের চার গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি ব্রাজিল। ইনজুরির শঙ্কা থাকায় দ্বিতীয়ার্ধে ঝুঁকি নিতে চাননি ব্রাজিল কোচও। সেরা তারকাদের উঠিয়ে নিয়েছিলেন একে একে। 

আরও পড়ুন: দ. কোরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

অন্যদিকে গোল শোধে মরিয়া দক্ষিণ কোরিয়া প্রথমার্ধে ছন্নছাড়া থাকলে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ শানিয়েছে। বিশ্বসেরা গোলকিপার অ্যালিসন বেকারের দুর্ভেদ্য দেয়ালও একবার ভাঙতে পেরেছে তারা। তবে সেটিও ভাগ্য ফেরাতে যথেষ্ট ছিল না। 

এদিকে, রাতের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১২০ মিনিটের খেলায় ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ভাগ্য গড়ে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। এবার তাদের লড়তে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!