বিনোদন

শেহনাজ গিলের বাবাকে খুনের হুমকি

<![CDATA[

বলিউডে খুনের হুমকি নতুন কিছু নয়। এবার শেহনাজ গিলের বাবাকে খুনের হুমকি দেয়া হলো। থানায় অভিযোগ করা হয়েছে।

সালমান খান, সালিম খানের পর এবার তালিকায় শেহনাজ গিলের বাবা সন্তোখ সিংহ। খুনের হুমকি দেয়া হলো এই অভিনেত্রীর বাবাকে। ফোন করে হুমকি দেয়া হয়। দীপাবলির আগে বাড়ি ভেঙে ঢুকে মেরে ফেলার হুমকি দিলেন এক অজ্ঞাত। পাঞ্জাবের বিয়াস থেকে তরন্তনে যাচ্ছিলেন শেহনাজের বাবা। সেই রাস্তায়ই আসে ফোন। নোংরা ভাষায় গালিগালাজও করেন, তারপর খুনের হুমকিও দেন। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: সাইফ আলি খানের ‘আদিপুরুষ’র লুক নিয়ে সমালোচনা

এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। ২০২১ সালে বিজেপিতে যোগদানের পর ২৫ ডিসেম্বরের রাতে দুই আততায়ী আক্রমণ করেন তাকে। শুধু তাই নয়, শেহনাজের বাবাকে তাক করে গুলিও ছোড়েন দুই আততায়ী। পুলিশ সূত্রে খবর, হামলাকারীরা অমৃতসরের বাসিন্দা। মৃত্যুমুখ থেকে কোনোক্রমে বেঁচেছেন তিনি।

আরও পড়ুন: সালমানকে হত্যার চেষ্টায় নাবালক গ্রেফতার!

প্রসঙ্গত, এ ঘটনা বলিউডে আগেও ঘটেছে। বেনামি ফোনে খুনের হুমকি পেয়েছিলেন সালমান খান। ১৬ ফেব্রুয়ারি প্রথম ওই কলটি আসে সালমানের ফোনে। সেখানে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

সূত্র: আনন্দবাজার

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!