বাংলাদেশ

শোয়েব-মিয়াঁদাদদের জবাব দিলেন রউফ

<![CDATA[

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অন্যতম ফেবারিট ভাবা হচ্ছিল পাকিস্তানকে। অথচ তাদেরই এখন বিদায়ঘণ্টা বাজছে। আসরের দুইটি ম্যাচের সবগুলোই হেরেছেন বাবর আজমরা। দলের ভরাডুবিতে সাবেকদের সমালোচনাও থেমে নেই। শনিবার (২৯ অক্টোবর) সমালোচকদের জবাব দিলেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটনই ঘটে গেছে! প্রথম ম্যাচে ভারতের কাছে ধরাশায়ী পাকিস্তান হেরেছে জিম্বাবুয়ের কাছেও। টানা দুই হারে সাবেকদের সমালোচনার তোপে বাবর আজমরা। কেউ আঙুল তুলছে অধিনায়কের দিকে, কেউবা পরিবর্তন চায় টিম ম্যানেজমেন্টে।

জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের ব্যাটিংকে ‘লজ্জাজনক’ বলে বর্ণনা করেন শোয়েব আখতার এবং জাভেদ মিয়াঁদাদসহ দেশটির সাবেক ক্রিকেট তারকারা। বিশ্বকাপে খারাপ শুরুর জন্য দলের নিন্দাও করেন তারা। তবে দলটি সমালোচনাকে পাত্তা দিচ্ছে না বলে জানিয়েছেন হারিস রউফ।

আরও পড়ুন: সবার চেয়ে আলাদা ফিলিপসের সেঞ্চুরি

সেমিফাইনালের অনিশ্চয়তা নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে রোববার (৩০ অক্টোবর) মাঠে নামবে পাকিস্তান। টিকে থাকতে জিততেই হবে নেদারল্যান্ডসের বিপক্ষে। কেবল নেদারল্যান্ডস নয়, বাকি তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে তাদের। অবশ্য শেষ চারে জায়গা করে নিতে এই তিন জয়ও যথেষ্ট নয় দলটির জন্য। পাকিস্তানের ভাগ্য ঝুলে আছে গ্রুপের অন্য দলগুলোর জয়-পরাজয়ের ওপরে।

তবে এখনো টুর্নামেন্টের সেমিফাইনালের আশা ছাড়ছেন না রউফ। বিতর্কের ঝড়কে এড়িয়ে তারা পরবর্তী ম্যাচের দিকে ফোকাস করার চেষ্টা করছেন তারা। অতীতের ভুলগুলোকে ঠিক করে তারা এগিয়ে যেতে চান।

পাকিস্তানের এই ফাস্ট বোলার সংবাদ মাধ্যমকে বলেন, ‘মানুষের কাজ কথা বলা, তাই তারা কথা বলবেই। যেকোনো খেলায়ই সমালোচনার সম্মুখীন হতে হয়। আমরা এখানে একটি টুর্নামেন্ট খেলতে এসেছি। আর এখন সেদিকেই আমাদের ফোকাস রয়েছে। তাই আমরা সমালোচকদের কথা না শোনার চেষ্টা করি। তার পরিবর্তে আমরা আমাদের খেলার দিকে ফোকাস থাকি।’

আরও পড়ুন: বাংলাদেশের ‘পাগলা ভক্ত’ অস্ট্রেলিয়ান শেইন

পাকিস্তানের দুটি হারই অল্পের জন্য হয়েছে। এতে ক্ষোভ বাড়ে পাকিস্তানের সমর্থকদের। সে বিষয়ে হারিস রউফ বলেন, ‘আমরাও কষ্ট পেয়েছি। এখন আমাদের ভুলগুলো সমাধান করার চেষ্টা করেছি। নেদারল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জটিকে হালকাভাবে নেবে না পাকিস্তান। বিশ্বকাপে কোনো দল দুর্বল বা শক্তিশালী দল নয়। সবাই একটা আন্তর্জাতিক খেলা খেলছে এবং কাপ জিততে এসেছে।’
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!