শ্বাসরুদ্ধ হয়ে কাছিমের মৃত্যু
<![CDATA[
কক্সবাজার সমুদ্র সৈকতে ‘অলিভ রেডলি’ প্রজাতির একটি কাছিমের মরদেহ পাওয়া গেছে। মৃত কাছিম ২ ফুট ৯ ইঞ্চি লম্বা ও ওজন প্রায় ২৬ কেজি।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে মৃত কাছিমটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
সমুদ্র বিজ্ঞানীদের ধারণা, সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়ার পর সাগরের ফিরে যাওয়ার সময় জালে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে কাছিমটির মৃত্যু হয়েছে।
পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী সেখানে যান এবং কাছিমটির মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য তথ্য-উপাত্ত ও নমুনা সংগ্রহ করেন।
আরও পড়ুন: সেন্টমার্টিনে বিলুপ্তির পথে সামুদ্রিক কাছিম
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, ‘অলিভ রেডলি’ প্রজাতির স্ত্রী কাছিমটির বাম পায়ের দিকে ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়াও গলায় দড়ির দাগ আছে। বুকে রক্ত জমাট বেঁধেছে। এসব কারণে ধারণা করছি, জালে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে কাছিমটির মৃত্যু হয়েছে।
তিনি বলেন, কাছিম সাধারণত সৈকতে ডিম পাড়তে আসে। কিন্তু এই কাছিমটির শরীরে ডিম পাওয়া যায়নি। ধারণা করছি, সৈকতে ডিম দিয়ে সাগরে ফিরে যাওয়ার সময় জালে আটকা পড়ে কাছিমটির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ১২৯টি ডিম বালিতে লুকিয়ে সাগরে ফিরল কাছিম
সাঈদ মাহমুদ বেলাল হায়দার আরও বলেন, ‘কাছিমটির মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়না তদন্তসহ তথ্য উপাত্ত সংগ্রহ করছে বোরির গবেষকবৃন্দ। পরবর্তী গবেষণার জন্য কাছিমটির নমুনা বোরি-তে সংরক্ষণ করা হয়েছে।’
এর আগে গত ১৪ জানুয়ারি সেন্টমার্টিন দ্বীপের সৈকতে আরেকটি বিরল প্রজাতির হক্সবিল কাছিমের বাচ্চার মরদেহ পাওয়া যায়।
]]>




