বাংলাদেশ

শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: আইনমন্ত্রী

<![CDATA[

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক ভাইবোনদের নিয়ে একটি সুষম দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বর্তমান সরকার সেই লক্ষ্যে শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে এক ঝটিকা সফরে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় মন্ত্রী ইপিজেডে বিদ্যমান কর্মপরিবেশ, শ্রম আইন বাস্তবায়ন ও শ্রমিক-মালিক সম্পর্ক প্রত্যক্ষ করেন। পরে বেপজার কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন মন্ত্রী।

আরও পড়ুন: ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক-শ্রমিক, আ.লীগের কী করার আছে: কাদের

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ সময় তিনি শ্রমিক ও মালিকদের স্বার্থ রক্ষা করে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এ ছাড়া বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!